# চাকরির বিজ্ঞপ্তি: মার্কেটিং অফিসার (টেরিটরী ইনচার্জ)
**কোম্পানি:** অরণ্য ক্রপ কেয়ার লিঃ
**পদ:** মার্কেটিং অফিসার (টেরিটরী ইনচার্জ)
## শিক্ষাগত যোগ্যতা
– ব্যাচেলর/অনার্স, মাস্টার্স
## অভিজ্ঞতা
– ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
## অতিরিক্ত যোগ্যতা
– বয়স সর্বোচ্চ ৩৫ বছর
– যে কোন সুপ্রতিষ্ঠিত বালাইনাশক কোম্পানীতে টেরিটরী ইনচার্জ অথবা সমপদে ন্যূনতম ২ বৎসর কাজ করার সফল অভিজ্ঞতা।
বাংলাদেশে কৃষি ক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত বালাইনাশক উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানী অরণ্য ক্রপ কেয়ার লিঃ এ নিম্নোক্ত স্থানে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে:
– চাঁদপুর
– কুমিল্লা
– যশোর
– খুলনা
– কিশোরগঞ্জ
– মেহেরপুর
– মৌলভীবাজার
– নরসিংদী
– সিরাজগঞ্জ
– টাঙ্গাইল
আপনি যদি উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হন, তবে দ্রুত আবেদন করুন।
Or
Hard Copy
আগ্রহী প্রার্থীগণ মোবাইল নম্বর উল্লেখ পূর্বক জীবন-বৃত্তান্ত ও ১ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র আগামী ০৭.০৫.২০২৫ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় কুরিয়ার/ডাকযোগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
বিঃ দ্রঃ শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানা : প্লট নংঃ ৩৪, এইচ,এম,প্লাজা, লেভেল-০৯, রুম নং-০৩,
রোড নং-০২, সেক্টর নং-০৩, উত্তরা বা/এলাকা, ঢাকা-১২৩০।
মোবাইল: ০১৬৮৮৪৪৫২৬০ (অফিস চলাকালীন সময়ের জন্য)
ই-মেইল : aranyabangladesh@gmail.com
ওয়েবঃ aranyabd.com
Share this content: