নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SAILOR & MODC (NAVY) | Join Navy
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SAILOR & MODC (NAVY) | Join Navy নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৫ ব্যাচে ভর্তি নেওয়া হবে।SAILOR & MODC(NAVY)০৯ টি পদে মোট ৪০০জনকে নিয়োগ দেবে। আবেদনের প্রক্রিয়া: সকল প্রার্থীকে

নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SAILOR & MODC (NAVY) | Join Navy

0 minutes, 16 seconds Read

নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SAILOR & MODC (NAVY) | Join Navy
নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৫ ব্যাচে ভর্তি নেওয়া হবে।SAILOR & MODC(NAVY)০৯ টি পদে মোট ৪০০জনকে নিয়োগ দেবে। আবেদনের প্রক্রিয়া: সকল প্রার্থীকে অনলাইনে https://joinnavysailor.org/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। SAILOR & MODC (NAVY) : নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ গুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। https://joinnavysailor.org/ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
১ .পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যালঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
পদ সংখ্যা: ২৮৫ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ( বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনাল), জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

২.পদের নাম: পেট্রোলম্যানঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
পদ সংখ্যা: ১২ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
৩.পদের নাম: রাইটারঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
পদ সংখ্যা: ১৮ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
৪.পদের নাম: স্টোরঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
পদ সংখ্যা: ১৮ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

৫.পদের নাম: মেডিকেলঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
পদ সংখ্যা: ১০ টি
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।

৬.পদের নাম: কুকঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।পদ সংখ্যা: ২৫ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
৭.পদের নাম: স্টুয়ার্ডঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।পদ সংখ্যা: ১৩ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।
৮.পদের নাম: টোপাসঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
পদ সংখ্যা: ১২ টি
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
৯.পদের নাম: এমওডিসি (নৌ) ঃ
বেতন: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
পদ সংখ্যা:০৭ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
*************************
শারীরিক যোগ্যতা: সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি (৫’-৬”) হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি (৫’-৮”) ও অন্যান্য শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’-৪”) হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় (পুরুষ ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি) হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ০১ জুলাই ২০২৫ তারিখে নাবিকের ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
*************************
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন শুরুর সময়: আবেদন শুরু হয়েছে।
*************************
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (joinnavysailor.org) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

image নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SAILOR & MODC (NAVY) | Join Navy
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SAILOR & MODC (NAVY) | Join Navy নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৫ ব্যাচে ভর্তি নেওয়া হবে।SAILOR & MODC(NAVY)০৯ টি পদে মোট ৪০০জনকে নিয়োগ দেবে। আবেদনের প্রক্রিয়া: সকল প্রার্থীকে অনলাইনে https://joinnavysailor.org/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। SAILOR & MODC (NAVY) : নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ গুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। https://joinnavysailor.org/ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Share this content:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *